আমেরিকায় প্রথম ডিগ্রি (ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি এর যে কোন একটি ) শেষ করার কর , অনেক সময় এইচ ওয়ান বি ভিসায় অক্টবর স্টার্ট ডেট এর অসুবিধায় পড়ে অনেক সময় অনেক বাংলাদেশী আমেরিকায় ভিসা স্ট্যাটাস মেইনটেইন করার সমস্যায় পড়ে যান। এই ক্ষেত্রে অনেকে আবার এফ ওয়ান ভিসায় আমেরিকায় কিছু সময় থেকে ভিসা এডজাস্ট করতে চান। এই ক্ষেতে একটা বড় সমস্যা হচ্ছে এফ ওয়ান ভিসায় সব ইউনিভার্সিটি আপনাকে প্রথম দিন থেকে কাজ করতে দে না. আজ এমন কিছু ইউনিভার্সিটি এর কথা বলবো যারা আপনাকে আপনার ডিগ্রির সাথে রিলেটেড থাকলে এবং আপনি অলরেডি আমেরিকায় যে কোন একটি ডিগ্রি অর্জন করে থাকলে (ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি এর যে কোন একটি ) আপনাকে প্রথম দিন থেকে সিপিটি এপ্রুভাল দেবে।
আমেরিকা এবং কানাডায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য
বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা ছডিয়ে পডুক সারা পৃথিবীতে
আমেরিকায় পড়া-লেখা শেষ করছেন, এখন কিভাবে কর্মক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে চাকুরী খুঁজবেন? (পর্ব-১/৪)
অনেকেরই হয়তবা MS/PhD শেষ কিংবা শেষের পথে, এখন হয়ত একটা চাকুরী খুঁজছেন। তাদের জন্যে Job hunting নিয়ে চার পর্বের আয়োজন। প্রথম পর্বে আমরা বলবো "আমেরিকায় কিভাবে চাকুরিদাতারা হায়ার করে থাকেন", দ্বিতীয় পর্বে বলবো " অ্যামেরিকায় চাকুরী খোঁজার সবচেয়ে বেশি প্রচলিত জব সাইট, সাবজেক্ট ভিত্তিক প্রচলিত জব সাইট ইত্যাদি। তৃতীয় পর্বে বলব "জব সাইট ছাড়াও আপনি আর কোন কোন পদ্ধতিতে সহজে চাকুরীর জন্যে এপ্ল্যাই করতে পারেন, কোন ট্রিকস গুলি ফলো করলে অন্য আর দশটা এপ্লিক্যান্টের থেকে সহজে চাকুরী পেতে পারেন" আর চতুর্থ এবং শেষ পর্বে বলব "খুব ইমারজেন্সি (OPT গ্রেস পিরয়ড শেষ হয়ে যাচ্ছে কিন্তু চাকুরী মিলছে না), সেই ক্ষেত্রে কিভাবে এক-দুই সপ্তাহের মধ্যে আপনার সাবজেক্ট রিলেটেড চাকুরী ম্যানেজ করতে পারেন"।
Subscribe to:
Posts (Atom)