আগস্টের ১ তারিখ থেকে নতুন GRE চালু হচ্ছে। Revised GRE-র জন্যে বাজারে এখন পর্যন্ত যে সকল বই পাওয়া যাচ্ছে। তারমধ্যে কোন বইটা ভালো, আর কেন ভালো তার একটা টেবল দিয়ে দিয়েছি। যারা নতুন GRE দেয়ার কথা ভাবছেন একবার দেখে নিতে পারেন।
নতুন GRE বই
|
কেন কিনবেন ?
বইটি কেন ভালো?
|
|
অবশ্য-ই কিনবেন – Strategies, Practice tests আর Tips এর জন্যে বইটি অপরিহার্য।
|
|
Test prep strategies, tips আর practice tests-এর জন্যে বইটি ভালো।
|
Manhattan GRE
|
RC এবং Essays-এর Comprehensive Strategies জন্যে বইটি ভালো।
এদের মোট ৮টা বই আছে ২টা ভারবাল এর জন্যে আর ৬টা ম্যাথ পার্ট এর জন্যে।
আমি শুধু ভারবাল পার্ট দুই টা দেখতে বলব।
|
Princeton Cracking the New GRE
|
Test prep strategies, tips আর practice tests-এর জন্যে বইটি ভালো।
|
|
Test prep strategies, tips আর practice tests-এর জন্যে বইটি বেশ ভালো।
|
Kaplan – New GRE Premier
|
practice tests-এর জন্যে বইটি ভালো।
|
McGraw-Hill’s New GRE
|
শুধু মাত্র practice tests-এর জন্যে বইটি ভালো। এই বইতে ৮ টা practice tests আছে।
|
নতুন ধরনের ম্যাথ আর সেন্টেন্স কমপ্লিটিশানের প্রবলেম গুলি সমাধানের জন্যে বইটি ভালো
|
নতুন GRE তে অনেক বেশি রিডিং কম্প্রিহেনশান আর সেন্টেন্স কমপ্লিটেশান আছে, তাই আর ওয়ার্ড মুখস্ত করতে হবে না বললে ভুল হবে।
আমি বলব নুন্যতম পক্ষে Word Smart বই এর ১৫০০ ওয়ার্ড মুখস্ত করে নিবেন।
GRE পরীক্ষা দেবার জন্যে ২/৩ টি বই পডলে-ই এনাফ। GRE পরীক্ষা দেয়ার জন্যে ৮/১০ টা বই পডা সম্ভব না। তাই আমি বলব ETS- official guide এর সাথে Princeton/ Kaplan/ McGraw-hill/ Barron’s এর যেকোন একটা বই ভাল ভাবে পডলে-ই হবে। ধারনা নেবার জন্যে কিংবা প্রাকটিস এর জন্যে আর ২-১ টা বই গো-থ্রু করতে পারেন।
সবার আগে একটা প্লান করে নিলে বেশ ভালো হয়। যেমন- আপনার হাতে কয় মাস সময় আছে, কোন বই এর পেছনে আপনি কত দিন সময় বরাদ্দ করছেন ইত্যাদি।
তবে মনে রাখবেন সবার মেধা সমান নয় আর সবার টার্গেট স্কোর-ও একই নয়।
নিজের মেধা আর টার্গেট স্কোর-এর প্রতি লক্ষ্য রেখে প্রিপারেশান নিন।